গ্রামীণ স্বাস্থ্যকর্মী (চিকিৎসা) প্রশিক্ষণ
বৃত্তি-শিক্ষা কেন্দ্র, আমাদের হাসপাতাল
বাঁকুড়া জেলার ছাতনা ব্লক–এর ফুলবেড়িয়া গ্রামে বিগত ১৪ বছর ধরে চলছে “আমাদের হাসপাতাল” – যা কেবল ওই বাঁকুড়া অঞ্চল নয় , অন্য জেলা , এমন কি পার্শ্ববর্তী ঝাড়খণ্ড থেকেও দরিদ্র ও মধ্যবিত্ত রোগীদের এক ভরসা স্থল হয়ে দাঁড়িয়েছে। বৈজ্ঞানিক যুক্তিনির্ভর চিকিৎসা পদ্ধতি , স্বল্পমূল্যে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং অতিস্বল্পমূল্যে জেনেরিক ওষুধের ব্যবহারের মাধ্যমে দেশব্যাপী স্বাস্থ্য বাণিজ্যিকি করণের বিরূদ্ধে এই হাসপাতাল এক মডেল হয়ে দাঁড়িয়েছে। রোগীর চিকিৎসার পাশাপাশি বিগত ৮ বছর ধরে চলছে আবাসিক স্বাস্থ্যকর্মী (চিকিৎসা) প্রশিক্ষণের এক কর্মসূচি। আজ পর্যন্ত ১০০ জনেরও বেশি শিক্ষার্থী প্রশিক্ষণ শেষে পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে সাফল্যের সঙ্গে চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছেন। তাদেরও জীবিকা নির্বাহ হচ্ছে সততা ও সম্মানের সঙ্গে।
আবাসিক প্রশিক্ষণ কর্মসূচিটি ৬-৮ মাসের এবং অবৈতনিক। আমাদের হাসপাতালে থাকা কালে চাষবাস, রান্না এবং মাঠে শারীরিক পরিশ্রম করা প্রশিক্ষণের আবশ্যিক অঙ্গ।প্রশিক্ষণ শেষে শংসাপত্র দেওয়া হয়।পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হয়।
বর্তমান প্রশিক্ষকমন্ডলী :
১) ডা. পি.কে. সরকার (Retired Director, School of Tropical Medicine),
২) শ্রীমতী কৃষ্ণা সরকার (Retired from Directorate Health Services- Nursing Section)
৩) ড. সুব্রতা সরকার (Retired Principal Nursing College, RG Kar Medical College)
৪) ডা. সিদ্ধার্থ গুপ্ত (MD, PhD)
৫) ডাঃ প্রবীর চ্যাটার্জী
আবাসিক প্রশিক্ষণ কর্মসূচিটি ৬-৮ মাসের এবং অবৈতনিক। আমাদের হাসপাতালে থাকা কালে চাষবাস, রান্না এবং মাঠে শারীরিক পরিশ্রম করা প্রশিক্ষণের আবশ্যিক অঙ্গ।প্রশিক্ষণ শেষে শংসাপত্র দেওয়া হয়।পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হয়।
বর্তমান প্রশিক্ষকমন্ডলী :
১) ডা. পি.কে. সরকার (Retired Director, School of Tropical Medicine),
২) শ্রীমতী কৃষ্ণা সরকার (Retired from Directorate Health Services- Nursing Section)
৩) ড. সুব্রতা সরকার (Retired Principal Nursing College, RG Kar Medical College)
৪) ডা. সিদ্ধার্থ গুপ্ত (MD, PhD)
৫) ডাঃ প্রবীর চ্যাটার্জী